ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এলজিইডিতে ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত
Published : Monday, 5 September, 2022 at 12:00 AM, Update: 05.09.2022 1:04:08 AM
এলজিইডিতে ম্যানেজমেন্ট সভা অনুষ্ঠিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর,কুমিল্লার আওতায় বাস্তবায়নাধীন বিভিন্ন স্কীমসমুহের অগ্রগতি পর্যালোচনা ও গুনগত মান নিশ্চিতকরণে চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত এক ম্যানেজমেন্ট সভা নির্বাহী প্রকৌশলী দপ্তর,এলজিইডি কুমিল্লা জেলার কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন এলজিইডি,কুমিল্লার সুযোগ্য নির্বাহী প্রকৌশলী জনাব মীর্জা মোঃ ইফতেখার আলী। সভায় কুমিল্লা জেলার ১৭ উপজেলার উপজেলা প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীগণ এবং সংশ্লিষ্ট উন্নয়নমূলক কাজের জড়িত ঠিকাদারবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া সভায় অত্র দপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীবৃন্দ ও বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মানীত নির্বাহী প্রকৌশলী,কুমিল্লা জনাব মীর্জা মোঃ ইফতেখার আলী স্বাগত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে ঠিকাদাররা উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে তাদের সমস্যাগুলো তুলে ধরেন। সভার শেষ পর্যায়ে নির্বাহী প্রকৌশলী সমস্যা উত্তরনের দিক নির্দেশনা প্রদান করেন এবং বক্তব্য প্রদানের মাধ্যমে সভা সমাপ্ত করেন।