এশিয়া কাপের চলমান ১৫তম আসরের নবম ম্যাচে ভারতের মুখোমুখি শ্রীলংকা।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলংকা।
এই ম্যাচটি রেকর্ড ৮ আসরের শিরোপাজয়ী ভারতের জন্য বাঁচা মরার লড়াই। কারণ তারা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনিত।
অন্যদিকে শ্রীলংকা সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজেই রয়েছে। আজ জিতলে সবার আগেই ফাইনালে উঠবে এশিয়া কাপের দুই আসরের শিরোপাজয়ী শ্রীলংকা।