ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
Published : Tuesday, 6 September, 2022 at 7:22 PM
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতারকুমিল্লায় বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মাসুদুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকালে শহরতলীর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত মাসুদুর রহমান ধর্মপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত মাসুদ দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি বিদেশি পিস্তল এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আইনি ব্যবস্থা নিচ্ছে র‌্যাব।