Published : Wednesday, 7 September, 2022 at 12:00 AM, Update: 07.09.2022 12:54:55 AM
তানভীর দিপু:
কুমিল্লা
দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটির বর্ধিত সভা আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায়
অনুষ্ঠিত হবে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক
স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বেলা
১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে
অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের
সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভায় চট্টগ্রাম বিভাগের
দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও জানা
গেছে।
কমিটির সদস্য সূত্রে জানা গেছে, সাংগঠনিক কার্যক্রম, বিদ্যমান
রাজনৈতিক পরিস্থিতি ও মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটিগুলোর সম্মেলন নিয়ে সভায়
আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে।
জেলা কমিটির বর্তমান সভাপতি আ হ ম
মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি
থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন। স্থানীয় সরকার.
পল্লী উন্নয়ণ- সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি কমিটিতে সিনিয়র সহ
সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়া কুমিল্লা-৮ বরুড়া আসনের সংসদ সদস্য
নাসিমুল আলম চৌধুীরী সহ-সভাপতি, কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের সংসদ
সদস্য হাশেম খান সদস্য হিসেবে রয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের
৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সদর
দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে আ হ ম মুস্তফা
কামালকে সভাপতি ও মো. মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ
জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ১ সেপ্টেম্বর ৭১
সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আরও চারজনকে
অন্তর্ভুক্ত করায় কমিটির সদস্যসংখ্যা দাঁড়ায় ৭৫। এর মধ্যে ১১ জন মারা
গেছেন, একজন অব্যাহতি নিয়েছেন, ১২ জন বিদেশে অসুস্থ ও নিষ্ক্রিয় আছেন।
কুমিল্লা
দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রূপম মজুমদার বলেন, সাধারণ
সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি ৩ সেপ্টেম্বর জেলা কমিটির সাধারণ বর্ধিত
সভায় যোগদানের জন্য চিঠি দেন। চিঠিতে উল্লেখিত তিনটি এজেন্ডাসহ বিবিধ বিষয়
নিয়ে সভায় আলোচনা হবে।