ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাবিতে ৩ লাখে প্রক্সিতে চান্স, ভর্তি হতে এসে আটক
Published : Wednesday, 7 September, 2022 at 11:53 AM
জাবিতে ৩ লাখে প্রক্সিতে চান্স, ভর্তি হতে এসে আটকজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগে ভর্তি হতে আসা একজনকে আটক করা হয়েছে। টাকার বিনিময়ে আরেকজন ওই ভর্তিচ্ছুর হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বলে অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।
আটক মিনহাজুল আবেদীন (আল-আমিন) সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের ‘বি’ ইউনিটের মেধাতালিকায় দশম হন। মঙ্গলবার বিকেলে ওই ভর্তিচ্ছুর লেখা ও স্বাক্ষরের সঙ্গে লিখিত পরীক্ষার লেখার মিল না পাওয়ায় তাকে আটক করেন আইন অনুষদের ডিন তাপস কুমার দাস। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় হস্তান্তর করা হয়। 

এর আগে ভর্তি পরীক্ষার পর মৌখিক পরীক্ষাতেও মিনহাজের জালিয়াতির বিষয়টি নজর এড়িয়ে যায় কর্তৃপক্ষের। মিনহাজের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, তিন লাখ টাকার বিনিময়ে অন্যের মাধ্যমে ভর্তি পরীক্ষা দেওয়ানোর বিষয়টি স্বীকার করেছে আটক ভর্তিচ্ছু। বারবার হাতের লেখা চর্চার পর মৌখিক পরীক্ষায় সে অংশ নিয়েছিল।