পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি বলেছেন ‘স্বাধীন বাংলাদেশে নেতিবাচক রাজনীতি চলে না। আমি সবাইকে অনুরোধ করছি, নেতিবাচক রাজনীতি বাদ দিন। ইতিবাচক পথে এসে আলোচনার মাধ্যমে সুষ্ঠু-সুন্দর নির্বাচন করা সম্ভব।’
তিনি বিএনপি'র উদ্দেশ্যে বলেন, নির্বাচনে আসেন, আলোচনা হউক। আইন আছে, সংবিধান আছে, আমাদের নির্বাচন কমিশন আছে। কমিশন রেফারির দায়িত্ব পালন করবে। রেফারি মানবো না বলে খেলা হবে না তা হতে পারে না।
পরিকল্পনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশেরই মঙ্গল হবে। কারণ, প্রতিবেশী এ দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।
বুধবার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে তিনদিন ব্যাপী কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ, বীজ প্রযুক্তি ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।
তিনি আরো বলেন, বিশ্ব মন্দা হলে আমরা ক্ষতিগ্রস্ত হবো। অলরেডি আমরা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছি। এবিষয়ে সরকার সোচ্চার রয়েছেন। সকলে মিলে তা মোকাবেলা করতে হবে।
উদ্বোধন শেষে মেলার স্টলগুলো ঘুরে দেখেন মন্ত্রী। মেলায় ফলদ, কৃষি যন্ত্রপাতি, মাছ ধরার পদ্ধতি, বীজসহ প্রায় অর্ধশত সরকারি ও বেসরকারি স্টল অংশ নিয়েছে।
দাউদকান্দি উপজেলার হাটখোলা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আয়োজিত যৌথভাবে তিনব্যাপি এ মেলার আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব ও মেলা আয়োজন কমিটির আহ্বায়ক আনোয়ার ফারুক।
বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফ কাদরী, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার), দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।
এছাড়াও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহিনুল হাসান, বিসেফ ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক ও বিটিভি মাটি ও মানুষ এর উপস্থাপক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সারোয়ার আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদ আল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, মালীগাওঁ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল-আমিন মিয়াজী, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম প্রমূখ।