ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২১৬টি মোবাইল সেটসহ গ্রেফতার ১০
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশনের ৭ নম্বর বাস কাউন্টারের সামনের ফুটপাত চোরাই ও ছিনতাই হওয়া ২১৬টি মোবাইল সেটসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।  
তারা হলেন- আব্দুল আওয়াল রানা (৩২), মো. জাবেদ (৩০), মো. ফরহাদ (২৭), মো. হানিফ (২৩),  মো. কামরুল ইসলাম (৩৪), মো. আবু তাহের রুবেল (২৮), মো. বাপ্পী (২৫), মো. ইয়াছিন আলম (২৫), মো. উজ্জ্বল (২২), মো. মাসুদ (২০), মো. বাবলু (২৫), মো. জাহাঙ্গীর (২৮), মোহাম্মদ আল আমিন (২৬) ও মো. নয়ন হোসেন হৃদয় (২৬)।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে মোবাইল সেট উদ্ধার ও তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবীর জানান, পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টারের সামনের ফুটপাতের ওপর চোরাই ও ছিনতাই হওয়া মোবাইল সেট বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানো হয়। এ সময় ছিনতাই ও চোরাই মোবাইল বেচাকেনা চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২১৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়।