Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM, Update: 08.09.2022 12:50:02 AM
ইসমাইল নয়ন।। কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানাপুলিশ গত ৭ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ৩৯ কেজি গাঁজাসহ ১ জন মাদককারবারী কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া অফিসার ইন্চার্জ অপ্পেলা রাজুনাহার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ একরামুল হক পিপিএম এর নেতৃত্বে সংগীয় অফিসার ও ফোর্সের সহযোগিতায় রাত্রিকালীন (মোবাইল টিম-৬) ব্রাহ্মনপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। অভিযানে বালিনা জিরাপ পূর্ব পাড়া গ্রামের আলমগীরের চৌচালা টিনের ঘরের পশ্চিম পাশের রুমের ভিতর হইতে মোঃ আনিছুর রহমান (২৪) কে গ্রেফতার করে।
এসময় তার হেফাজতে থাকা ৩৯ কেজি গাজাঁ উদ্ধার করে পুলিশ। মোঃ আনিছুর রহমান ব্রাহ্মণপাড়া থানার দুলালপুর ইউনিয়নের বালিনা জিরাপ পূর্ব পাড়া গ্রামের মোঃ হোসেনের ছেলে। পুলিশ তার বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা সত্যতা স্বীকার করে বলেন, "আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।