ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM, Update: 08.09.2022 12:50:16 AM
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানাজাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
তিনি জানান, বুধবার কুমিল্লা মহানগরীর স্টেডিয়াম মার্কেট, বাদুরতলা ও নিউমার্কেট এলাকার ইলেকট্রনিক্স শো রুম, নিত্যপণ্যের বাজার ও হোটেলে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ করায় বাদুরতলা এলাকার সুরভী স্টোরকে ৩ হাজার টাকা, একই অভিযোগে উৎসব বেকারি এন্ড সুইটসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। অপরদিকে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে নিউমার্কেট এলাকার আরিফ হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও আজ উক্ত এলাকার টিভি, ফ্রিজ ও হোম অ্যাপলায়েন্স বিক্রয়কারী শো রুমগুলোতে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভোক্তাকে প্রতারিত করা হচ্ছে কিনা সেটি দেখতে বিশেষ তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নিউমার্কেট এলাকার মাছ, মাংস, ডিম ও সবজির দোকানেও তদারকি করা হয় এবং সকলকে ভোক্তা অধিকার লঙ্ঘণ না করার নির্দেশনা দেওয়া হয়। সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।