Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM, Update: 08.09.2022 12:50:37 AM
ইসমাইল নয়ন: ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগে ৮ম স্থান অর্জন করেছে। স্নাতক পাস, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষায় অবদান, শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান কার্যক্রম, শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রম, সর্বোপরি ভালো ফলাফল অর্জনের জন্য এ বিরল সম্মানে ভূষিত করা হয় প্রতিষ্ঠানটিকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ বিরল সম্মানে ভূষিত হওয়ায় কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কলেজের পড়াশোনার মান অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান, কলেজের প্রতিষ্ঠাতা ও আমাদের অভিভাবক মোশাররফ হোসেন খান চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরী, কলেজ গভর্নিং বডি, কলেজের চৌকস শিক্ষক মণ্ডলী ও অভিভাবক মণ্ডলীর সার্বিক সহযোগিতায় এ সাফল্য অর্জন করায় সকলের প্রতি শুভেচ্ছা ও জ্ঞাপন করেন।