Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM, Update: 08.09.2022 12:51:34 AM
তানভীর দিপু:
বুধবার
বিকালে কুমিল্লা শহরে টানা প্রায় দেড় ঘন্টার বৃষ্টিপাত হয়েছে। প্রচণ্ড গরম
এবং রোদের পর বৃষ্টি জনমনে স্বস্তি আনলেও হঠাৎ বৃষ্টির পানিতে ডুবে যাওয়া
রাস্তা ঘাটে ভোগান্তিতে পড়েছেন শহরবাসী। কুমিল্লার আবহাওয়া কর্মকর্তা মোঃ
ঈসমাইল হোসেন জানান, বুধবার বিকেলে কুমিল্লায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত
রেকর্ড করা হয়েছে। তবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমান ভিন্ন ছিলো।
সেপ্টেম্বর মাসে প্রতিদিনই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে গতকাল
বিকালের টানা বৃষ্টিতে ডুবে যায় কুমিল্লা শহরের অধিকাংশ সড়ক। উঁচু নিচু সব
এলাকাতেই রাস্তায় পানি জমে থাকে ঘন্টাখানেক। নগরীর রানীর বাজার, নজরুল
এভিনিউ, জিলা স্কুল সড়ক, কাপড়িয়াপট্টি, চকবাজার, চর্থাসহ প্রায় সব এলাকাতেই
কম বেশি পানি জমে থাকে। সাময়িক জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ
মানুষকে। রিকশা ও ইজিবাইকের সংকটে অনেকেই জলমগ্ন রাস্তায় হেঁটে গন্তব্যে
গিয়েছেন। যারাই রিকশা পেয়েছেন তাদের গুণতে হয়েছে অতিরিক্ত ভাড়া। হঠাৎ
বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। রিকশা চালক, হকার এবং
দিনমজুরদের কাজে ভাটা পড়েছে। অনেক চালককেই দেখা গেছে- রিকশা থামিয়ে ফুটপাথে
ছাউনির নিচে আশ্রয় নিতে। এছাড়া কান্দিরপাড়সহ বিভিন্ন এলাকার হকাররাও
সন্ধ্যা না হতে গুটিয়ে নেন তাদের ব্যবসাপাতি।
বৃষ্টি শেষে ইজিবাইকের
জন্য অপেক্ষমান কুমিল্লা ভিক্টোরিয়া করেজের শিক্ষার্থী সায়মন জানান,
প্রচণ্ড গরম শেষে বৃষ্টি ভালোই লেগেছে। কিন্তু রাস্তায় পানি জমে যাওয়ায়
অটোরিকশা আটকে আছে। রিকশায় কান্দিরপাড় থেকে ভিক্টোরিয়া কলেজে যেতে ৪০ টাকা
চাইছে।