Published : Thursday, 8 September, 2022 at 12:00 AM, Update: 08.09.2022 1:01:54 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন
পেতে কুমিল্লার আওয়ামী লীগ নেতারা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। বুধবার-৭
সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর ধানমন্ডীস্থ আওয়ামী লীগ সভাপতির দলীয় কার্যালয়
থেকে ৭ জন আওয়ামী লীগের মনোয়নের আবেদন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
৮
সেপ্টেম্বর ফরম সংগ্রহের শেষ দিন। কুমিল্লা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে
জানা গেছে, কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটর সংখ্যা ২ হাজার ৬৭৬
জন। এর মধ্যে ২ হাজার ৪৯ জন পুরুষ ভোটার এবং নারী ভোটার ৬২৭ জন।
জানা
গেছে, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে এখন পর্যন্ত মনোনয়ন ফরম
সংগ্রহ করেছেন কুমিল্লা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও সাবেক চেয়ারম্যান
রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের, সাবেক প্রশাসক ও মহানগর আওয়ামী লীগের
ঊর্ধ্বতন সহ সভাপতি আলহাজ্ব মোঃ ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি
মফিজুর রহমান বাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ
খোকন, জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আলী আকবর, ঔষধ প্রশাসনের সাবেক ডিজি
মেজর জেনারেল অব. মোস্তাফিজুর রহমান এবং শহর আওয়ামী লীগের সাবেক প্রচার
সম্পাদক শ্যামল চন্দ্র ভট্টাচার্য্য। আগামী ১৭ অক্টোবর কুমিল্লা জেলা পরিষদ
নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী-মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫
সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে
আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪
সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ
২৬ সেপ্টেম্বর।