ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরিবেশ ও জলবায়ুর বিভিন্ন খবর
Published : Saturday, 10 September, 2022 at 12:00 AM
পরিবেশ ও জলবায়ুর বিভিন্ন খবরঅধ্যাপক ডা: মোসলেহ উদ্দিন আহমেদ ||
বায়ুদূষণ আরও খারাপ হবে: জাতিসংঘ বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) একটি প্রতিবেদনে বলেছে দূষণ ও জলবায়ু পরিবর্তন মিলে আগামী শতাব্দীতে কোটি কোটি মানুষকে বিপদের মুখে ফেলবে। ভয়াবহ এ ক্ষতি থেকে রক্ষার জন্য পদক্ষেপ নিতে আবেদন জানিয়েছে এ সংস্থাটি। ২.৫ পিএম এর চেয়ে কম ব্যাসের ক্ষুদ্রাতিক্ষুদ্র কনাগুলো ফুসফুস ও শ্বাসতন্ত্রের ভেতরে প্রবেশ করে মানুষকে ক্ষতিগ্রস্থ করে। পৃথিবী উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দাবানল এবং বায়ুদূষণ বৃদ্ধি পাবে বলে আশংকা করা হচ্ছে। মানব স্বাস্থ্যের উপর প্রভাব ছাড়াও এটা বাস্তুতন্ত্রের উপর ব্যাপক প্রভাব ফেলবে। উত্তর আমেরিকা, আমাজন ও অষ্ট্রেলিয়া অঞ্চলে দাবানল বেড়ে গেছে। তবে দাবানল ছাড়াও উষ্ণতা জলবায়ু দূষণ বাড়িয়ে তুলতে পারে এবং বায়ুদূষণ আরও খারাপ হতে পারে। এবছর ইউরোপ ও চীন ব্যাপক দাবদাহ পর্যবেক্ষণ করেছে এর সঙ্গে যুক্ত হয়েছে বায়ুমন্ডলীয় অবস্থা, প্রখর সূর্যের তাপ এবং বাতাসের কম গতি। এগুলো উচ্চ দূষণের জন্য সহায়ক। এগুলোই ভবিষ্যতের দূষনের পূর্বাভাস।
পরিবেশ বান্ধব জ্বালানিতে আগ্রহ: হাইড্রোজেন জ্বালানি, বায়ু বিদ্যুৎ ও সৌর বিদ্যুৎ খাতে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছেন এশিয়ার আলোচিত ধনকুবের গৌতম আদানি। ৪৫ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহৃত হবে ও ৩০ লাখ টন হাইড্রোজেন জ্বালানি উৎপন্ন হবে। ৭.৯.২২ইং আদানি জানিয়েছেন তিন ধরনের জ্বালানির উৎসের জন্য তাঁর কোম্পানি তিনটি বড় কারখানা স্থাপন করিবে। পরিবেশবান্ধব বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২০৩০ সালের মধ্যে তার কোম্পানি ৭০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে। এ তহবিল থেকেই আসবে এসব কারখানার আর্থিক পুঁজি। ভারতের আরেক ধনকুবের মুকেশ আম্বানিও সম্প্রতি স্বল্প কার্বন নি:সরনকারী জ্বালানি দিয়ে বিদ্যুৎ তৈরিতে বিনিয়োগের ঘোষণা দেন। বিকল্প বিদ্যুতের জন্য কয়েক বছর ধরে জোড় দিয়ে আসছেন ভারতের রিলায়েন্স ইন্ডাষ্ট্রিজ। কোম্পানীর মালিক মুকেশ আম্ব^ানি ছোটে ছেলে অনস্তের নাম ঘোষণা করেছেন এ ব্যবসার প্রধান হিসাবে। আবার সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তির ব্যবহার বাড়াতে আমেরিকান কোম্পানী ক্রয়ের কথা জানাল রিলায়েন্স ইন্ডাষ্ট্রিজ। সেন্সহক কেলিফোর্নিয়াকে ৩ কোটি ২০ লাখ ডলারে কেনার জন্য এরই মধ্যে চুক্তি করেছে তারা। এতে তাদের হাতে যাবে কোম্পানির ৭৯.৪ শতাংশ শেয়ার। সৌরবিদ্যুৎ শিল্পের জন্য সফটওয়্যার তৈরি করে সেন্সহক, যার মাধ্যমে উৎপাদনকারী সংস্থাগুলোকে পরিকল্পনা তৈরি থেকে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত প্রযুক্তি সহায়তা দেয় তারা।
দক্ষিণ কোরিয়ার ভূগর্ভস্থ পার্কিয়ে বন্যার পানি: আটকে পড়া সাত ব্যক্তির মৃত্যু হয় দক্ষিণ কোরিয়ার টাইফুট হিনামনরের তান্ডবে পানিতে ডুবে যাওয়া পার্কিং এলাকায় গত ০৫.০৯.২২ইং। নিজেদের গাড়িগুলো বের করে আনতে সেখানে গিয়েছিলেন তাঁরা। কিন্তু ধেয়ে আসা জলস্রোতে আটকা পড়ে যান। উদ্ধারকারীরা জানিয়েছেন, তাঁরা সেখান থেকে দুজনকে উদ্ধার করেন। অবর্ননীয় আঘাত হানে টাইফুনটি। সংবাদ সংস্থা ইয়োনহাল জানান, বেসমেন্টে যাওয়া ৯ জনের সবাই ঐ এপার্টমেন্টের বাসিন্দা।
ভিয়েতনামে আগুনে নিহত ২৩: ভিয়েতনামের বিন দূয়োং প্রদেশের থুয়ান আন শহরের আবাসিক এলাকায় একটি অগ্নিকান্ডের ঘটনায় ২৩জন নিহত হয়েছেন বলে এএফপি হ্যানয় জানায়। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। গত ০৬.০৯.২২ইং রাতে একটি বারের দ্বিতীয় তলায় এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়। আগুনের পর সিঁড়ি ধোঁয়ায় ভরে যায় এবং জরুরী নির্গমন পথ বন্ধ হয়ে যায়। আগুন থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই বারান্দায় চলে আসেন। কিন্তু কাঠের মেঝেতে আগুন ছড়িয়ে পড়লে অনেকেই ভবন থেকে ঝাঁপিয়ে পড়েন। তাই ভবন নির্মানে কাঠের ব্যবহার অত্যন্ত বিপদসংকুল। আগুনের প্রাথমিক কারন হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকেই দায়ী করা হয়।
লেখক: সাবেক অধ্যক্ষ, কুমিল্লা মেডিকেল কলেজ ও সদস্য, কেন্দ্রীয় কাউন্সিল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।