ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সোনাইমুড়ি বিএনপির আহ্বায়কসহ ১০৫ জনের জামিন
Published : Monday, 12 September, 2022 at 12:00 AM
হামলা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগ এনে ছাত্রলীগ নেতার করা মামলায় নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক ওরফে কামালসহ ১০৫ নেতাকর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১১ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাদের ছয় সপ্তাহের জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া।
গত ২৭ আগস্ট বিকেলে বাইপাস সড়কের ছাতারপাইয়া চৌরাস্তায় নোয়াখালীর সোনাইমুড়ীতে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই  ঘটনায় দুটি মামলা হয়।
পরে ২ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিদোয়ান ভূঁইয়া বাদী হয়ে সোনাইমুড়ী থানায় ১৭৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।
মামলায় আসামিদের বিরুদ্ধে হামলা, হত্যাচেষ্টা ও চুরির অভিযোগ আনা হয়েছে।