ব্রাহ্মণপাড়া আওয়ামী লীগের জরুরী সভা
Published : Monday, 12 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিবের নির্দেশে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার সাংগঠনিক কার্যক্রমের গতিশীল করার লক্ষে দায়িত্ব প্রাপ্ত ৬ জন নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারীর সঞ্চালনায় এবং ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী জাহাঙ্গীর খান চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) এর সংসদ সদস্য এড. আবুল হাসেম খান। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক শহীদুল্লাহ, সদস্য আব্দুস সালাম বেগ।
সভায় এমপি এড. আবুল হাসেম খান বলেন তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করে যেতে হবে। এছাড়া আসন্ন জেলা পরিষদ নির্বাচনে দল থেকে বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় আওয়ামী লীগের একক প্রার্থী ঘোষণা করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, দলকে গতিশীল করার লক্ষ্যেআওয়ামী লীগের ওয়ার্ড কমিটি থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল কমিটির সাংগঠনিক ভাবে গতিশীলতা আরও বৃদ্ধি করতে হবে।
এসময় জরুরী সভার উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা ছারোয়ার খান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিটু, স্বেচ্ছাসেবলীগের সভাপতি মোস্তফা আলী শাহীন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ্যাডভোকেট আব্দুল আলিম খান, স্বেচ্ছা সেবকলীগের সহ সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগের নেতা মাসুদ আলী হায়দার রোটা, কবির আহমেদ ভুইয়া, এনামুল হক সুমন, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, বুড়িচং উপজেলার যুবলীগের নেতা জসীমউদ্দীন, আমিনুল ইসলাম রাসেল, হাসানুজ্জামান হাসান, খোকন সরকার, কামাল হোসেন, শফিকুল ইসলাম, বাকশীমুল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল-হেলাল ছাত্রলীগ নেতা আসিফ আরিফ হোসেন খান সহ আওয়ামীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।