ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন বিষয়ক কর্মশালা
Published : Monday, 12 September, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মুন্সি, ইউআরসি ইনস্ট্রাক্টর হাজেরা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. রুনাক জাহান প্রমুখ।