Published : Monday, 12 September, 2022 at 12:00 AM, Update: 12.09.2022 12:32:34 AM
নিজস্ব
প্রতিবেদক: ইতালির রোমে অবস্থিত বৃহত্তর কুমিল্লাবাসীর উদ্যোগে কুমিল্লা
সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ
ক ম বাহাউদ্দিন বাহারকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ৮ আগস্ট রোমে
আয়োজিত এ গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ
দুতাবাস রোমের চার্জ দ্যা এফেয়ার মোহাম্মদ জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন মোঃ
শাহ আলম। সঞ্চালনায় ছিলেন মোঃ গিয়াস উদ্দিন হাছান।
অনুষ্ঠানে উপস্থিত
ছিলেন ইতালি আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ, মাহাবুব
প্রধান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক কার্যকরী সদস্য নাছির
উদ্দিন মানিক, ইতালি আওয়ামী লীগের কার্যকরী সদস্য ইউসুফ ভূইয়া, ইতালি
স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হুমায়ূন কবির, বিভাগ বাস্তবায়ন পরিষদ
ইতালির সদস্য সচিব হেদায়েতুল ইসলাম, ইতালি যুবলীগের সহ সভাপতি জাহাঙ্গীর
আলম, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বাবু, আওয়ামী সাংস্কৃতিক জোট ইতালির
সভাপতি আলী আজম, কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল
মোতালেব মীর লিটন, কবির আহমেদ প্রমুখ।