ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সার্বক্ষণিক আনসার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে দুর্গা পূজামণ্ডপ : জেলা প্রশাসক
Published : Monday, 12 September, 2022 at 12:00 AM, Update: 12.09.2022 12:33:01 AM
সার্বক্ষণিক আনসার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে দুর্গা পূজামণ্ডপ : জেলা প্রশাসকআসন্ন দুর্গোৎসবে পূজায় কুমিল্লায় নতুন অস্থায়ী পূজা মণ্ডপ করলে আগেই প্রশাসনকে জানাতে হবে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়া নতুন এবং কাছাকাছি মণ্ডপ না করার ব্যাপারেও নিরোৎসাহিত করেছেন তিনি। গতকাল কুমিল্লা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আইনশৃঙ্খলা বাহিনী এবং উপজেলা প্রশাসনকে কমিটির পক্ষ থেকে নানান নির্দেশনা দেয়া হয়। জেলা প্রশাসক আরো জানান, আসন্ন দুর্গোৎসবে সার্বক্ষনিক আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি মণ্ডপ যতোটা সম্ভব সিসি ক্যামেরার আওতায় আনা হবে। পূজা শুরু হবার আগে থেকেই উপজেলা নির্বাহী অফিসারগণ ভিজিল্যান্স টীমের মাধ্যমে পর্যবেক্ষণে থাকবেন। এছাড়া আইনশৃঙ্খলাবাহিনীসহ প্রশাসনের কোর কমিটির সভার মাধ্যমে অন্যান্য করনীয় ঠিক করা হবে।
আগামী ১ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ বছরের দুর্গাপূজা শুরু হবে; ৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসবের। গত বছর জেলায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৮ শ’ মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বছরের দুর্গাপূজার সময় কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ে একটি অস্থায়ী মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় শহরে।কুমিল্লার ঘটনার প্রতিক্রিয়ায় চাঁদপুরের হাজীগঞ্জ, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী ও রংপুরেও হিন্দুদের ঘরবাড়ি ও উপাসনালয়ে হামলার ঘটনা ঘটে। কুমিল্লার ঘটনায় বিভিন্ন থানায় ধর্ম অবমাননা, আইসিটি আইন এবং নাশকতা উদ্দেশ্যে হামলার আইনে মোট ১১টি মামলা হয়। মণ্ডপে পবিত্র কোরআন রাখার দায়ে মূল অভিযুক্ত ইকবালসহ বেশ কয়েকজন আসামীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলাবাহিনী। এসব মামলার তদন্ত চলমান রয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনী পৃথক পৃথক ভাবে সভা করে তাদের করণীয় ঠিক করবেন এবং পূজা শুরুর আগেই সবাই সতর্ক অবস্থান নেবার ব্যাপারে সচেষ্ট থাকবেন। এব্যাপারে পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে যেন প্রতিটি থানায় সঠিক নির্দেশনা দেয়া হয় এবং প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ তাদের আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচেষ্ট থাকেন। আমরা আশা করছি নির্বিঘ্ন ভাবে কুমিল্লায় দুর্গোৎসব পালিত হবে। এছাড়া সরকার কেন্দ্র থেকে যেসব ব্যবস্থা নিতে বলবেন আমরা সেগুলো সঠিত ভাবে পালক করবো।