ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে পাঁচ দফা দাবিতে পিআইওদের কর্মবিরতি
শাহীন আলম
Published : Monday, 12 September, 2022 at 7:33 PM
দেবিদ্বারে পাঁচ দফা দাবিতে পিআইওদের কর্মবিরতিজনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে দেবিদ্বার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
 ১২ সেপ্টেম্বরের থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দেশব্যাপী এই অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।  
সোমবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলা পরিষদ ভবনের সামনে অর্ধবেলা কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা, উপ সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান ভূঁইয়া, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. সিরাজুল  ইসলাম, কার্যসহকারী মো. শরিফুল ইসলাম ভূঁইয়া ও মো. রেজাউল করীম ।   
কর্মবিরতিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম মাওলা বলেন,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবিলার  জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ সুশৃঙ্খল আন্দোলন করে আসছি। আমরা এ দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। এসব দাবির যৌক্তিকত পর্যালোচনায় কর্তৃপক্ষ মৌখিক ইচ্ছা প্রকাশ করলেও তা এখনও কার্যকর হচ্ছে না। এরই প্রেক্ষিতে আগামী ১৫ সেপ্টেম্বর দুপুরে সারা দেশের জেলা প্রশাসকগণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়টি সঠিক সিদ্ধান্ত দিবেন।