ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশের ওপর হামলা চালিয়ে বাবাকে ছিনিয়ে নেওয়া ছেলেসহ গ্রেফতার ৩
Published : Monday, 12 September, 2022 at 5:35 PM, Update: 12.09.2022 5:36:42 PM
পুলিশের ওপর হামলা চালিয়ে বাবাকে ছিনিয়ে নেওয়া ছেলেসহ গ্রেফতার ৩ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের ওপর এলোপাথাড়ি গুলি করে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে গাজীপুর জেলার টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার বাবা-ছেলে হলেন- উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ (৫০) ওরফে মনেক ও তার ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপন (৩০)। এর মধ্যে মন্নাফের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা এবং তার ছেলে শিপনও ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ সময় শরীফুল নামে তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।


ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ অপরাধী বাবা-ছেলেসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদের নেতৃত্বে মন্নাফ ও তার ছেলে শিপনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয় বাবা মন্নাফকে। পরে এই সংবাদ পেয়ে তার ছেলে শিপনসহ কয়েকজন মাদককারবারি দুই দিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা ১৪ রাউন্ড গুলি চালায়। এ সময় মন্নাফসহ হামলাকারীরা পালিয়ে যায়। এই ঘটনায় গুলিতে নবীনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও এসআই রনি সোরে রানার গুলিবিদ্ধ হয়ে আহত হন।