Published : Tuesday, 13 September, 2022 at 7:58 PM, Update: 13.09.2022 8:38:12 PM
গাজীপুরের কাশিমপুর কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে
এসে গাঁজা ও গাঁজা সেবনের সামগ্রীসহ বাবা গোলাম আক্তারকে (৫৪) আটক করেছে
পুলিশ। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর এলাকার মৃত নুরুল হকের
ছেলে। মঙ্গলবার (১৩ সেপ্টে) দুপুরে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকে এ
ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত
ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।এসআই শওকত ইমরান
বলেন, গোলাম আক্তারের ছেলে সাইফুদ্দিন হত্যা মামলার আসামি হয়ে কাশিমপুর
হাই-সিকিউরিটি কারাগারে বন্দি রয়েছে। দুপুরে কারাগারে বন্দি ছেলের সঙ্গে
দেখা করতে আসে গোলাম আক্তার। এ সময় কারাগারের প্রধান ফটকে কর্মরত কারারক্ষী
রাশেদুল ইসলাম দর্শনার্থী গোলাম আক্তারের দেহ তল্লাশির পর পাঁচ গ্রাম
গাঁজা, ১০ গ্রাম টোব্যাকো তামাক মিক্সার, একটি কলকি ও একটি কাঁচি পান।
বিষয়টি
কোনাবাড়ী থানায় জানালে পুলিশ গোলাম আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়।
জিজ্ঞাসাবাদে আটক গোলাম আক্তার জানিয়েছেন, তিনি ছেলের সঙ্গে দেখা করতে
এসেছিলেন।