মো. হাবিবুর রহমান
সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। ‘সঠিক তথ্য দিয়ে ভোটার হোন, নির্ভূল এনআইডির মালিক হোন’ ‘ভোটার হোন, ভোট দিন, ভোট আপনার গণতান্ত্রিক অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে সোমবার সকালে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই কর্মসূচির উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূইয়া জনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদেকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরীজ এটন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মেদ ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ শিকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ১ জানুয়ারি ২০০৭ সালের পূর্বে জন্ম নেওয়া ব্যক্তিরা ডিজিটাল বাংলা ও ইংরেজি জন্ম সনদের ফটোকপি, মা-বাবার এনআইডির ফটোকপি, ইউপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদ, বিদ্যুৎ বিল ও রক্তের গ্রুপ (যদি থাকে) বাংলাদেশের প্রকৃত নাগরিকরা ভোটার হতে পারবে।