গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুড়িচং খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়
Published : Wednesday, 14 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন ||
৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনাল খেলায় কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ঐতিহ্যবাহী
খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কুমিল্লা জিলা স্কুল মাঠে গতকাল মঙ্গলবার বুড়িচং উপজেলার খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয় বনাম মুরাদনগরের বাঙ্গরা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ৪৯ তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্নামেন্টের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় এতে ৪-২ গোলে বুড়িচং উপজেলার খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়
চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী, পুলিশ সুপার আবদুল মান্নান, বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক রোকসানা ফেরদাউস মজুমদার, জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার সরকার, প্রধান শিক্ষক কাইয়ুম খান, ক্রীড়া শিক্ষক আজগর আলী, কৃষি বিষয়ক শিক্ষক আশিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও ক্রীড়ামোদীসহ বিপুল সংখ্যাক দর্শকবৃন্দ।