ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিজেকে আগে গড়তে হবে  ভালোবাসতে হবে
Published : Wednesday, 14 September, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
দেবিদ্বারের ওসি কমল কৃষ্ণ ধর বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, এগুলো এখন সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি। আমাদের শক্ত হাতে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।  তোমাদের সবেমাত্র জীবন শুরু হয়েছে, তোমাদের এ দেশ গড়ার দায়িত্ব নিতে হবে, এ জন্য প্রয়োজন নিজেকে আগে গড়ে তোলা, নিজেকে ভালোবাসা। তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
মঙ্গলবার দুপুরে দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের এএসএসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ওসি আরও বলেন, এছাড়াও অনেক মেয়ে অল্প বয়সে কোন বখাটে ছেলের ভালোবাসার ফাঁদে পড়ে লেখা-পড়া ছেড়ে
ঘর থেকে পালিয়ে যায়, পরে বাবা মা দিশেহারা হয়ে থানায় নিখোঁজ ডায়রি করেন। এসব ফাঁদে কেউ পা বাড়াবে না, মনে রাখবা, বাবা মা ছাড়া তাঁর সন্তানকে আর কেউ বেশি ভালোবাসতে পারে না।
সামনে তোমাদের এসএসসি পরীক্ষা, দোয়া করি তোমরা সকলে সফলভাবে কৃতকার্য হও। তবে অনেকে কৃতকার্য না হলে লজ্জায় আত্মহত্যার মত জগন্য কাজ করতে চায়, এটা কেউ ভুলেও করবে না, একবার কৃতকার্য না হলে পরের বার দিবে, সমস্যা নেই তবুও এ পাপ কাজে কেউ পা বাড়াবে না।
বিদ্যালয়ের সভাপতি মো. মনিরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আলী আকবর, অভিভাবকসদস্য মো. আবদুল আলিম,  গাজী মাজহারুল আলম, হাবিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে সহকারী শিক্ষক  মো. আবদুল কাইয়ুম।