চান্দিনায় সরকারি বরাদ্দ সুষম বন্টনে লটারি!
Published : Wednesday, 14 September, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় সরকারি বরাদ্দ সুষম বন্টনে লটারি পদ্ধতি চালু করেছেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চান্দিনা পৌর আধুনিক কমিউনিটি সেন্টারের সভা কক্ষে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারি বরাদ্দ সকল জনপ্রতিনিধিদের মাঝে সুষম বন্টনের লক্ষ্যে ওই লটারি প্রক্রিয়া চালু করেন তিনি।
এসময় লটারির মাধ্যমে পৌর মেয়র, কাউন্সিলর এবং সকল চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত নারী মেম্বারদের মাঝে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচী প্রকল্প বিতরণের তালিকা নির্ণয় করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. প্রাণ গোপাল দত্ত এমপি বলেন, যারা আমার কাছাকাছি থাকবেন তারাই শুধু এলাকার উন্নয়নের নামে বরাদ্দ পাবেন তা মোটেও মেনে নেওয়া যায় না। যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন সকলেই জনপ্রতিনিধি। উপজেলা পর্যায়ে যেসব সরকারি অনুদান আসে সেগুলো সারা বছরে তিনটি পর্যায়ে আসে। তাই আমরা আজ লটারির মাধ্যমে প্রতিটি ইউনিয়ন থেকে ৩টি পর্যায়ে জনপ্রতিনিধিদের বাছাই করেছি। তারা পর্যায়ক্রমে সকল বরাদ্দ পাবেন। প্রথম পর্যায়ে যে বরাদ্দ আসবে সেই বরাদ্দ লটারি বিজয়ী প্রথম পর্যায়ের জনপ্রতিনিধিদের মাধ্যেই বন্টন হবে। পরবর্তীতে পর্যায়েক্রমে বাকিরাও বরাদ্দ পাবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) দেবেশ চন্দ্র দাস এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার।