রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
Published : Wednesday, 14 September, 2022 at 12:00 AM
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ঢাকার বারিধারায় ব্রিটিশ হাই কমিশনে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। সকালে হাই কমিশনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।
শোক জানানোর মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী ব্রিটিশ হাই কমিশনে সশরীরে উপস্থিত হলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার জানান, শেখ হাসিনা হাই কমিশনে রাখা রানির ছবির সামনে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান। এ সময় রানির স্মরণে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।
সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ হাইকমিশনারের কাছে রানির সঙ্গে নিজের কিছু স্মৃতির কথা তুলে ধরেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং সামরিক সচিব কবীর আহাম্মদ এ সময় উপস্থিত ছিলেন।
৭০ বছর ধরে যুক্তরাজ্য শাসন করে আসা রানি দ্বিতীয় এলিজাবেথ ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
রানির মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাসের উদ্দেশে লেখা এক শোকবার্তায় বলেছিলেন, রানি দ্বিতীয় এলিজাবেথ কেবল কমনওয়েলথভুক্ত দেশগুলোর আড়াই বিলিয়ন মানুষের বন্ধনের ভিত্তি আর শক্তিই ছিলেন না, তিনি ছিলেন করুণা, মর্যাদা, প্রজ্ঞা আর সেবার মূর্ত প্রতীক।