কর কর্মকর্তার ৫ বছরের জেল
Published : Wednesday, 14 September, 2022 at 12:00 AM
ঘুষ নেয়ার দায়ে ফেনীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সুপারিনটেনডেন্ট গোলামুর রহমানকে ৫ বছরের জেল ও ১ লাখ টাকা জরিমানা করেছে আদালত।
এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এতে বলা হয়, নোয়াখালী বিশেষ জজ কোর্টের বিচারক এ.এন.এম. মোরশেদ খান মঙ্গলবার ফেনীর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অফিসের সুপারিনটেনডেন্ট গোলামুর রহমানকে ১৮৬০ সালের দন্ডবিধি আইনের ১৬১ ধারায় দোষী সাব্যস্থ করে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। যা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। যা অনাদায়ে তাকে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়।
আদালত রায়ে আসামির বিরুদ্ধে দেয়া সাজা একইসঙ্গে চলবে বলে জানান।
রায়ের সময় গোলামুর রহমান আদালতে হাজির ছিলেন বলে বিবৃতি জানিয়েছে দুদক।
ঘটনার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, হাজী সেলিম চট্টগ্রামের একজন ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম বন্দর থেকে গার্মেন্টস আইটেম নিলামে কেনেন। ওই গার্মেন্টস আইটেম ২০০৮ সালের ১৯ নভেম্বর চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় পাঠাচ্ছিলেন তিনি। এ সময় আসামি গোলামুর রহমান ও ইন্সপেক্টর মো. শাহজাহান তার কাভার্ডভ্যানে থাকা মালামালকে অবৈধ ঘোষণা করেন এবং তা ছাড়িয়ে নেয়ার জন্য ২ লাখ টাকা ঘুষ দাবি করেন।
অভিযোগকারী হাজী সেলিম ৬০ হাজার টাকা দিতে রাজি হন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এ জানালে ঘুষ দেয়ার সময় তৎকালীন দুদকের সরকারী পরিচালক শেখ আব্দুস সালামের নেতৃত্বে হাতেনাতে আসামিকে গ্রেপ্তার করা হয়।