ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
Published : Wednesday, 14 September, 2022 at 12:00 AM, Update: 14.09.2022 12:13:35 AM
কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ফেনসিডিলসহ যুবক গ্রেফতারনিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা এবং ফেনসিডিলসহ বাহার উদ্দিন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল ১৩ সেপ্টেম্বর সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৩ হাজার ২৮০ পিস ইয়াবা এবং ৪৮৭ বোতল ফেনসিডিল। জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার। গ্রেফতারকৃত বাহার উদ্দিন কুমিল্লার লাকসাম উপজেলার পৈশাগী গ্রামের মোঃ জালাল উদ্দিনের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৩ সেপ্টেম্বর সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৩,২৮০ পিস ইয়াবা ও ৪৮৭ বোতল ফেনসিডিলসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতরে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।