ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুধবার
Published : Wednesday, 14 September, 2022 at 12:00 AM, Update: 14.09.2022 12:14:35 AM
জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বুধবারদ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন বুধবার (১৪ সেপ্টেম্বর) রোডম্যাপ ঘোষণা করছে। সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোডম্যাপ ঘোষণা করবেন।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ইসির যুগ্মসচিব আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল রোডম্যাপ ঘোষণা করবেন। এসময় অন্যান্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জানা গেছে, আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রস্তুত করেছে ইসি। রোডম্যাপ অনুযায়ী, চলতি মাস থেকে নির্বাচন পর্যন্ত কী কী কার্যক্রম চলবে তা নির্ধারণ করা হয়েছে।
সূত্র জানায়, রোডম্যাপ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। রোডম্যাপ অনুযায়ী, এবার নির্বাচনি এলাকার সীমানা পুনর্র্নিধারণ করা হবে। এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে।