ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মফিজুর রহমান বাবলুকে আলী আকবরের শুভেচ্ছা
Published : Friday, 16 September, 2022 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন  ||
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলুর বাসায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা নিয়ে ১২সেপ্টেম্বর বিকেলে দলীয় নেতাকর্মী ও সমর্থনকারীদের নিয়ে হাজির হন দক্ষিণ জেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আলী আকবর।  এসময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিন সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন সৈয়দপুর এলাকাস্থ হোটেল নূর মহলে দলীয় নেতাকর্মী সমর্থক ও শুভাকাক্সক্ষীদের সাথে নিয়ে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী নেতা নজরুল ইসলাম, মিজানুর রহমান, আবু সুফিয়ান, মাহবুবুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সচিব উজ্জ্বল হোসেন তুহিন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বেলাল হোসাইন মানছু, ছাত্রলীগ নেতা জিএম হেলাল, হাজী সাইফুল, মাসুম বিল্লা, শাওন সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।