ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় আমন্ত্রণ না পাওয়ায় সহজভাবে নিতে পারছে না রাশিয়া। বিষয়টিকে ‘অনৈতিক ও নিন্দাজনক’ বলে বর্ণনা করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিবৃতিতে মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, প্রয়াত রানির শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে বিশ্ব নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। অথচ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনসহ আরও কয়েকজনকে আমন্ত্রণ জানানো হয়নি।
জাখারোভা আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশদের জাতীয় শোকের বিষয়টি বিশ্বের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। শোকের সময় এ নিয়ে রাজনীতি করাটা খুবই অনৈতিক। ব্রিটেনের এমন সিদ্ধান্ত রানি এলিজাবেথ স্মৃতির প্রতি ধর্ম অবমাননার শামিল।’
গত ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান নিয়ে রাশিয়া-ব্রিটেনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে ভারী অস্ত্র পাঠাচ্ছে দেশটি। সামরিক সহায়তা না পাঠাতে হুঁশিয়ারি দিয়েছে আসছে ক্রেমলিন।
শুধু রাশিয়া নয়, বেলারুশ ও মিয়ানমারও শেষকৃত্যে অংশ নেওয়ার আমন্ত্রণ পায়নি। মূলত রোহিঙ্গা নিপীড়নের কারণে আমন্ত্রণ পায়নি নেপিদো।
সূত্র: স্কাই নিউজ