Published : Monday, 19 September, 2022 at 12:00 AM, Update: 19.09.2022 12:08:13 AM
নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত
উল্লাহ্ ভুলুর উপর হামলার প্রতিবাদে গতকাল কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও
সমাবেশ করেছে বিএনপি। কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে
আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয়
ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর
রশিদ ইয়াছিন।
এসময় বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর
বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, বিএনপি
নেতা এডভোকেট আলী আক্কাস, জসিম উদ্দিন, মাহাবুব চৌধুরী, রেজাউল কাইয়ুম,
আবদুর রহমান, সারোয়ার জাহান দোলন, আতাউর রহমান ছুটিসহ বিএনপি ও অঙ্গসহযোগী
সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বরকত উল্লাহ্ ভুলুর উপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য,
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার
এলাকায় হামলার শিকার হন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ
ভুলু। এতে তার মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
হামলায় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেনও আহত
হয়েছেন বলে জানা গেছে। বরকত উল্লাহ ভুলু নোয়াখালী থেকে ঢাকায় ফিরছিলেন।
এসময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন বলে জানা গেছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য
ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন আছেন তিনি।