শরতের কবিতাপাঠ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
Published : Wednesday, 21 September, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার : ২০ সেপ্টেম্বর বিকাল ৪টায় কুমিল্লা নজরুল ইন্সটিটিউটের মুক্তমঞ্চে সমতটের কাগজ-এর আয়োজনে শরতের কবিতাপাঠ, আলোচনা, মাটি ও মানুষ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব-বীরমুক্তিযোদ্ধা ছড়াকার জহিরুল হক দুলাল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি-অভিবাদন সম্পাদক আবুল হাসানাত বাবুল। সম্মানিত অতিথি ছিলেন কবি-নাট্যশিল্পী মোহাম্মদ শাহজাহান, বাংলাদেশ টেলিভিশনের প্রথম শ্রেণীর গীতিকার আবুল হাসেম আল মামুন, যাত্রী সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ্র, সাংবাদিক সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক মাহবুব আলম বাবু, নিউজ টুয়েন্টি ফোর চ্যানেলের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন, অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ পিন্টু, গীতিকবি শফিকুল ইসলাম ঝিনুক, দৈনিক কুমিল্লার কাগজ-এর উপ-সম্পাদক কবি জহির শান্ত, ফুলকলি খেলাঘর আসরের সভাপতি কমল চন্দ খোকন, কবি-সাহিত্যিক-অধ্যাপক শাহীন শাহ ও কুমিল্লা পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার। সভাপতিত্ব করেন কবিসংসদ বাংলাদেশ কুমিল্লা জেলার সভাপতি-অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক-চলচ্চিত্র গবেষক জামাল উদ্দিন দামাল। অনুষ্ঠানের শরতের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন-সমতটের কাগজ-সহকারি সম্পাদক কলামিস্ট কাজী মো: আবু হানিফ, খেলাঘর আসর কুমিল্লার সাধারণ সম্পাদক এডভোকেট দীলিপ চন্দ্র দে, কৃষি ব্যাংকের ঊর্ধতন কর্মকর্তা জয়নাল আবেদীন রনি, লেখক-কলামিস্ট-ইসলামী চিন্তাবিদ গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, এডভোকেট জাফর আলী, কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নেকবর হোসেন. সাংবাদিক মোহলেহ উদ্দিন, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, দুর্বার প্রশিক্ষক ইন্সটিটিউট-এর অধ্যক্ষ সনজীব কুমার তলাপাত্র, সমতটের কাগজ-এর সহকারি সম্পাদক মাওলানা কাজী আবুল খায়ের, এপেক্সিয়ান মো: আব্বাস উদ্দিন, সৃজনশীল মানুষ মো: সিরাজুল ইসলাম, ডাক দিয়ে যাই'র সভাপতি মুন্সী শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খালেদা ইয়াসমিন। কবিতা আবৃত্তি করেন সম্মানিত অতিথি কবি-নাট্যাভিনেতা মোহাম্মদ শাহজাহান। স্বরচিত কবিতা পাঠ করেন মুরাদনগর থেকে আগত কবি বশির আহমেদ, কবিতা পাঠ করেন কাজী নাসিমা সাথী, চৌদ্দগ্রাম থেকে আগত কবি মো: নুরুল আলম সেলিম মিয়াজী, কবি বিলাস চৌধুরী, কবি এমদাদুল হক ইয়াছিন, কবি-সাংবাদিক এম.কে নূর আলম, শিক্ষিক-কবি রোজিনা আক্তার, ছাত্রী কাজী জান্নাতুন নূর। অনুষ্ঠানে কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সমতটের কাগজ-এর পক্ষ থেকে নিউজ টুয়েন্টি ফোর চ্যানেলের কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবনকে অভিনন্দন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতিসহ অন্যান্য অতিথিদের নিকট থেকে হুমায়ুন কবির জীবন এই সম্মাননা গ্রহণ করেন। এরপর গীতিকার আবুল হাসেম আল মামুন-এর রচিত-মাটি ও মানুষ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ও উপস্থাপনায় ছিলেন জাতীয় কবি সোসাইটির সাধারণ সম্পাদক কবি শিপন মানব।শরতের কবিতাপাঠ, আলোচনা, মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি বিকাল ৪টা থেকে সন্ধ্যে ৭.৩০ মিনিট পর্যন্ত চলে।