ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার কারাতে মাস্টার সিহান মোখলেছুর রহমান আবু’র ব্ল্যাক বেল্ট ৬ষ্ঠ ড্যান (ডিগ্রি) অর্জন
Published : Wednesday, 21 September, 2022 at 12:00 AM
গতকাল ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে এক মনোরম ও মনোমুগ্ধকর পরিবেশে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত মুজিব শতবর্ষ ব্ল্যাক বেল্ট/কালো বন্ধনী সম্মাননা প্রদান-২০২২ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কুমিল্লার কারাতে মাস্টার সাইনিং সিতোরিউ কারাতে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক, ওয়ার্ল্ড ইউনিয়ন অব মার্শাল আর্ট ফেডারেশনের কার্যকরী সদস্য ও বিচারক। ওয়ার্ল্ড কারাতে মাস্টার এসোসিয়েশন সদস্য, ওয়ার্ল্ড মার্শাল আর্ট ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সদস্য আন্তর্জাতিক স্বর্ণ পদক অর্জন কারী ও কারাতে রেফারী বিদেশ থেকে কারাতে প্রশিক্ষণ প্রাপ্ত সিহান মোখলেছুর রহমান আব’ুকে ব্ল্যাক বেল্ট ৬ষ্ঠ ড্যান (ডিগ্রি)’র সার্টিফিকেট এবং এ্যাওয়ার্ড প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল।  বিশেষ অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম। সভাপতিত্ব করেন- বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান উজ জামান মনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব, বিভিন্ন জেলার কারাতে মার্শাল আর্ট প্রশিক্ষক, সাংবাদিক ও কনফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, সিহান মোখলেছুর রহমান আবু কুমিল্লা স্টেডিয়ামের জিমনেসিয়াম রুমে ও দেশের বিভিন্ন স্কুল কলেজে নিয়মিত ছেলে ও মেয়েদেরকে কারাতে প্রশিক্ষণ প্রদান করে থাকেন।