ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবি জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি
Published : Wednesday, 21 September, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বাংলা ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (১১তম ব্যাচ) শিক্ষার্থী কাজী সাকিবুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের  ২০১৮-১৯ শিক্ষাবর্ষের (১৩তম ব্যাচ) শিক্ষার্থী সাইদুল আলম। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়।  সংগঠন সূত্রে এ তথ্য জানা যায়। সংগঠনের সদ্য সাবেক সভাপতি প্রিন্স চন্দ্র তালুকদার এবং সাধারণ সম্পাদক  হামিদ আলী সাজু নতুন এ কমিটির অনুমোদন দেন।
কমিটিতে  সহ-সভাপতি পদে আছেন কিবরিয়া তারিফ, কাজী দেলোয়ার হোসেন শরীফ, সুমন আহমেদ তুষার, আশরাফুল ইসলাম, সেলিনা পারভীন ঝর্ণা, বিজিত চন্দ দাস, সিয়াম চৌধুরী,  আরিফ আহমেদ, ওলি উল্লাহ, খন্দকার মেহেদি রাজ,  আলি আহমদ শ্রাবণ, তাজুল ইসলাম তানভীর, মাহফুজুর রহমান, আজিজুর রহমান জাফর, রশিদ মিয়া, তুহিন আহমেদ, মোঃ আশরাফুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. সামিন বখশ সাদী, আজহারুল ইসলাম ফাহিম, তৌহিদা নাসরিন সোনালি, মারুফ আহমেদ, মুনতাসির বিল্লাহ, সজীব চন্দ্র দাশ, মিজানুর রহমান আরিয়ান, মিস্টু পাল,সাংগঠনিক সম্পাদক পদে মুহসিন জামিল, সাজিদুর রহমান অন্তর, মেরাজ হোসাইন ইফতি,  ইশতিয়াক আহমেদ ইয়াদ, জাহিদ হাসান জিহাদ, অর্থ সম্পাদক  অন্ত চন্দর অর্ঘ্য, দপ্তর সম্পাদক শাহানুর রহমান, প্রচার সম্পাদক  শুভ্র দাশ, উপ-প্রচার সম্পাদক আতিকুর রহমান শিপন। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গার্গী রায় তুষি, ক্রীড়া বিষয়ক সম্পাদক  মাহিন খান, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক  মো আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পিয়াস হাসান ওলি, ছাত্রী বিষয়ক সম্পাদক সমাপ্তি দাশ, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক চৈতী দেবনাথ দীপা, শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক  মাহমুদুল হাসান খান বাঁধন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক  তানজুম শিকদার তানিয়া, উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক জান্নাতুজ নূর শেফা।
কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন আবু বকর রাশেদ, ঋতুপর্ণা দেবনাথ,  মাহফুজ তালুকদার, জাহিদ হাসান, সুভাষ দাশ, অনুপ দাশ অপূর্ব, মাহফুজ আহমেদ,  রিয়াজ আহমেদ, সারোয়ার আহমেদ রিমন, মোহাম্মদ জীবন ভূঁইয়া।
উল্লেখ্য, আগামী ১ বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।