ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় অর্ধ-শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
Published : Wednesday, 21 September, 2022 at 12:00 AM, Update: 21.09.2022 12:20:00 AM
ব্রাহ্মণপাড়ায় অর্ধ-শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদানইসমাইল নয়ন।। ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের অর্ধ-শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান করেছে । গত মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মরহুম হোসেইন মুহাম্মদ এরশাদ ও জি এম কাদের এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দল থেকে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন।
এসময় কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় পার্টির এমপি প্রার্থী জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সদস্য ও ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের হাতে ফুল দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন।
বিভিন্ন দলথেকে সদ্য যোগদানকৃত সদস্যরা হলেন রৌফ মিয়া, শাহ আলম, আল-আমিন, জহিরুল ইসলাম, মুক্তল হোসেন, মোঃ কাইয়ুম, দুলাল ভূইয়া, জাকির হোসেন, ইউনুছ, তাজুল ইসলাম, রবিউল, জালাল ভূইয়া, কাইয়ুম ভূইয়া , আব্দুল কুদ্দুছ, আজিজ ভূইয়া, হাসমত আলীসহ আরও অনেকে।
যোগদানকৃত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ময়নাল হোসেন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম সরকার, উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা আব্দুল হালিমসহ জাতীয় পার্টিতে যোগদানকৃত সকল নেতাকর্মীবৃন্দ।