ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার কাগজের সাথে মফিজুর রহমান বাবলুর সৌজন্য সাক্ষাত
Published : Monday, 26 September, 2022 at 12:00 AM, Update: 26.09.2022 1:25:16 AM
কুমিল্লার কাগজের সাথে মফিজুর রহমান বাবলুর সৌজন্য সাক্ষাতকুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু কুমিল্লার জনপ্রিয় দৈনিক পত্রিকা কুমিল্লার কাগজ পত্রিকা পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। গতকাল রবিবার সন্ধ্যায় তিনি কুমিল্লার কাগজ কার্যালয়ে আসলে সম্পাদক আবুল কাশেম হৃদয় ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক ড. আলী হোসেন চৌধুরী, অধ্যক্ষ শফিকুর রহমান, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, নাট্য ব্যাক্তিত্ব শাহজাহান চৌধুরী, অধ্যাপক সমীর দত্ত, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অভিজিৎ সিনহা মিঠু, বোদ্ধা পাঠক ঠাকুর জিয়া উদ্দিন, গল্পকার কাজী মোঃ আলমগীর, সাংবাদিক কাজী শামীমসহ অন্যান্যরা।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যার মফিজুর রহমান বাবলু বলেন, কুমিল্লার মানুষের জন্য জেলা পরিষদের দরজা সব সময় খোলা থাকবে। যে কোন প্রয়োজনে কুমিল্লা সক শ্রেণী পেশার মানুষ জেলা পরিষদে আসবে এবং সেবা নিতে পারবেন। প্রধানমন্ত্রী আমাকে আপনাদের সেবার জন্য মনোনীত করেছেন- আমি যেন কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করতে পারি।
গতকাল রবিবার কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে মফিজুর রহমান বাবলুর জয় নিশ্চিত হয়। এছাড়াও আরো ৬ সদস্য পদ প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।