ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনশনে বসতে আ’লীগ কার্যালয়ে যাচ্ছেন ইডেন ছাত্রলীগের ১২ নেত্রী
Published : Monday, 26 September, 2022 at 1:17 PM
অনশনে বসতে আ’লীগ কার্যালয়ে যাচ্ছেন ইডেন ছাত্রলীগের ১২ নেত্রীআমরণ অনশনে বসতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে যাচ্ছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কার হওয়া ১২ নেত্রী।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ইডেন কলেজে সংবাদ সম্মেলন শেষে তারা যাত্রা শুরু করেন।

ইডেন ক্যাম্পাস থেকে হেটে তারা নীলক্ষেত মোড় পর্যন্ত যান। পরে সেখান থেকে রিকশাযোগে ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের দিকে রওয়ানা দেন।

ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ বলেন, আমাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে। আমরা এই বহিষ্কারাদেশ মানি না। সুষ্ঠু তদন্ত ছাড়া আমাদের কেন বহিষ্কার? আগে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি-সম্পাদকে বহিষ্কার করতে হবে। তাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগের প্রমাণ থাকা সত্ত্বে তারা কেন পার পেয়ে যাচ্ছে।

এসময় তিনি জানান, বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে আমরণ অনশন করবেন।