কুমিল্লায় ৩,৭৫২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো-কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার নন্দিরবাজার গ্রামের আব্দুল হামিদ এর ছেলে মনির হোসেন (৩৮), একই গ্রামের মৃত হানিফ এর মেয়ে শিমুল আক্তার (৪০) এবং একই জেলার বাঙ্গরা বাজার থানার হায়দারাবাদ গ্রামের জাফর আহমদ এর মেয়ে ছকিনা আক্তার ফারজানা (৩০)।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।