Published : Tuesday, 27 September, 2022 at 12:00 AM, Update: 27.09.2022 1:48:00 AM
তানভীর দিপু:
কুমিল্লা
জেলা পরিষদ নির্বাচনের প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা
হয়েছে। সোমবার সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে
প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক
মোহাম্মদ কামরুল হাসান। এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা সিনিয়র নির্বাচন
কর্মকর্তা মঞ্জুরুল আলম ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন
উপস্থিত ছিলেন।
এই নির্বাচনে জেলার ১৭ টি ওয়ার্ডে মোট ৬৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। এর মধ্যে ৪৭ জন পুরুষ সদস্য এবং ১৭ জন নারী সদস্য।
আগামী
১৭ অক্টোবর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার ২৬৮০ জন। এর
মধ্যে ২০৫৩ পুরুষ এবং ৬২৭ জন নারী ভোটার রয়েছেন। ১৭টি ওয়ার্ডের মধ্যে
সর্বোচ্চ ভোট মুরাদনগরে ২৮৯ জন এবং সর্বনিম্ন ভোট সদর দক্ষিণে ৯১ জন।
এদিকে
একক প্রার্থী, প্রতিদ্বন্দি প্রার্থীরা মনোনয়ন যাচাই বাছাইয়ে বাদ এবং
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় চেয়ারম্যানসহ ৭ জন বিনা প্রতিদ্বন্দিতায়
বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৫ জন সাধারণ সদস্য এবং ১ জন নারী সংরক্ষিত সদস্য।
কুমিল্লা
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,
বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ
মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বাবলু। সদস্য পদে- ০৩ নং ওয়ার্ডের নাসিম
ইউসুফ রেইন, ০৯ নং ওয়ার্ডে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২নং ওয়ার্ডে আবদুল
কাইয়ুম চৌধুরী, ১৩নং ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার এবং ১৬নং ওয়ার্ডে আবদুর
রহিম।
এছাড়া সংরক্ষিত ওয়ার্ড ০৫নং-এ বিজয়ী হতে যাচ্ছেন তানজিনা আক্তার।