ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার কেন্দ্র ইউসুফ হাই স্কুলে স্থানান্তর
তানভীর দিপু:
Published : Tuesday, 27 September, 2022 at 3:27 PM, Update: 27.09.2022 7:01:24 PM
কুমিল্লা আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার কেন্দ্র  ইউসুফ হাই স্কুলে স্থানান্তর২৮ সেপ্টেম্বর থেকে কুমিল্লা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের দাখিল পরীক্ষার্থীরা ইউসুফ হাই স্কুল কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনিবার্য কারণ বশতঃ ২০২২ সালের দাখিল পরীক্ষা সমূহ ২৮ সেপ্টেম্বর তারিখ হতে ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা, চকবাজার কেন্দ্রের পরিবর্তে কুমিল্লা ইউসুফ হাই স্কুল কেন্দ্রে অনুস্ঠিত হবে।   
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর কুমিল্লায় চলতি দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে পরীক্ষার্থীর দেহ তল্লাশীর সময় কেন্দ্রে বিশৃঙ্খলা ও শিক্ষকের উপর হামলার ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর চকবাজার আলিয়া মাদ্রাসায় দাখিল পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে নগরীর রাজগঞ্জ বজ্রপুর ইউসুফ হাই স্কুলে নেওয়া হয়েছে। পরীক্ষার সময় কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষকদের দায়িত্বের বদলে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও ইউসুফ হাইস্কুলের শিক্ষকেরা অন্য পরীক্ষাগুলো নেবেন।
মাদ্রাসার অধ্যক্ষ ও স্থানীয় সূত্রে জানান যায়, সোমবার বেলা ১১টায় দাখিলের পৌরনীতি, কৃষিশিক্ষা, গার্হস্থ্যবিজ্ঞান, উর্দু, ফার্সি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষার সময় নির্ধারণ ছিল। পরীক্ষা শুরুর ৪৫ মিনিট আগে শিক্ষকেরা মাদ্রাসা ফটকের সামনে দাখিল পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করছিলেন। এ নিয়ে কয়েকজন পরীক্ষার্থী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে। একপর্যায়ে ওই পরীক্ষার্থীরা শিক্ষকদের ওপর হামলা চালায়। এ সময় কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম শিকদার মাথায় গুরুতর আঘাত পান। এই ঘটনার পর কুমিল্লা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ওই কেন্দ্রে পরীক্ষা দিতে আসা দৌলতপুর দারুল আমান হাতিমিয়া আলিম মাদ্রাসা, ইটাল্লা দাখিল মাদ্রাসা ও ভুতুয়া শ্রীপুর মাদ্রাসার পরীক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে কুমিল্লার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ শওকত ওসমান ও আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বেলা একটায় পরীক্ষা শেষে মারামারির অভিযোগে দৌলতপুর দারুল আমান হাতিমিয়া আলিম মাদ্রাসা, ইটাল্লা দাখিল মাদ্রাসা ও ভুতুয়া শ্রীপুর মাদ্রাসার ছয়জন পরীক্ষার্থীকে জেলা প্রশাসকের দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নেওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
কুমিল্লা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. আবদুল মতিন বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে। নতুন কেন্দ্র দাখিল পরীক্ষার্থীরা আরো চারটি বিষয়ে পরীক্ষা দিবে।আগামী ৩ অক্টোবর শেষ হচ্ছে দাখিলের সব পরীক্ষা।
আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা ও হামলায় চালিয়ে শিক্ষকদের আহত করা হয়। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনি। এ ঘটনায় কেন্দ্র স্থানান্তর করে কুমিল্লা ইউসুফ হাই স্কুল কেন্দ্রে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দাখিল পরীক্ষার্থীর সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, কেন্দ্রে বিশৃঙ্খলা ও শিক্ষকের উপর হামলার ঘটনায় কেন্দ্রটি ঝুকিপূর্ণ মনে করে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে সকলকে অবহতি করা হয়েছে।