ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক
Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দির দোনারচরে আশ্রয়ণ প্রকল্প -২ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদ।
বুধবার সকালে দাউদকান্দি উপজেলার দোনারচর এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেয়া জমি, গৃহপ্রদান কার্যক্রম পরিদর্শন কালে উপকারভোগী পরিবারের সদস্যদের খোঁজ খবর ও চলমান কাজে অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন মহাপরিচালক আল মামুন মুর্শেদ।
পরিদর্শনকালে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আফসার উদ্দিন খন্দকার, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।