Published : Thursday, 29 September, 2022 at 12:00 AM, Update: 28.09.2022 11:50:22 PM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের কুমিল্লা অংশে দীর্ঘ ২৫ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। মহাসড়কের
দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকায় সড়ক সংস্কারের কাজ চলার কারণে কুমিল্লা
থেকে ঢাকাগামী লেনে দীর্ঘ এলাকাজুড়ে এ যানজট দেখা দেয়। বুধবার (২৮
সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মহাসড়কের ইলিয়টগঞ্জ থেকে গৌরীপুর এবং মেঘনা-
গোমতী সেতুর টোলপ্লাজা থেকে কুমিল্লাগামী গৌরীপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এ
যানজট স্থায়ী হয়। এতে করে যানবাহনের যাত্রী, চালক ও জরুরী চিকিৎসার জন্য
ঢাকায় রওনা দেওয়া রোগীরা চরম দুর্ভোগে পড়েন। তবে যানজট নিরসনে হাইওয়ে
পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের
সংস্কারকাজ চলার কারণে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমাতে
বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করছে সড়ক ও জনপদ বিভাগ (সওজ)। মহাসড়কের
বিভিন্ন এলাকায় মাইকিং করে যানজটের ভোগান্তি এড়াতে ব্রাহ্মণবাড়িয়া সড়কসহ
বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। বেশি সময় নিয়ে ঢাকার উদ্দেশ্যে
রওনা দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে সওজের পক্ষ থেকে। অপরদিকে সড়কের কোথাও
যাত্রী ওঠানামা না করতে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের পক্ষ
থেকে।
জানা গেছে, মহাসড়কের গৌরীপুর বাসষ্ট্যাণ্ডে সংস্কার কাজ ২৪ ঘণ্টা
চলমান থাকার কারণে মহাসড়কের ঢাকামুখী মাত্র একটি লেনে গাড়ি চলতে পারে। এতে
গাড়ির চাপ সৃষ্টি হলে ইলিয়টগঞ্জ এলাকা থেকে গৌরীপুর হয়ে দাউদকান্দি
টোলপ্লাজা পর্যন্ত যানজট লেগে যায়। এতে ভোগান্তি পড়ে অ্যাম্বুল্যান্স,
যাত্রীবাহী বাস, মাইক্রোসহ সব ধরনের যানবাহন।
লাকসামের মুদাফরগঞ্জ থেকে
পদ্মা এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে ভোর ছয়টার দিকে রওনা দিয়েছেন
মোহাম্মদ সোহেল। তিনি জানিয়েছেন, ৬ ঘণ্টায় তিনি মাত্র গৌরীপুর
বাসষ্ট্যান্ডে এসেছি। চার ঘণ্টায় আমি আধা কিলোমিটার এসেছি। জানিনা ঢাকা
যেতে কতক্ষণ লাগে।
ট্রাক চালক মোঃ ইদ্রিস মিয়া বলেন, গাড়ি বোঝাই
কাচামাল রয়েছে। সময় মতো ঢাকা পৌঁছাতে না পারলে লোকসান গুনতে হবে। ২ঘন্টায়ও
গৌরীপুর পৌঁছাতে পারিনি।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর
আলম বলেন, যানজট আছে। তবে আমাদের পুরো টিম মাঠে কাজ করছে। গত দুইদিন আমি
রাস্তায় আছি। আমরা চেষ্টা করছি যানজট কমিয়ে আনার। তাছাড়া এলোপাতাড়ি ও
উল্টোপথে গাড়ি চালানোর ফলে সৃষ্টি হচ্ছে যানজট। আমরা ড্রাইভার ও যাত্রীদের
সরকারি কাজে সহায়তা করতে অনুরোধ করছি।
সড়ক ও জনপদ (সওজ) কুমিল্লার
বিভাগীয় নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, আমরা সংস্কার কাজ দ্রুত
গতিতেই করছি। পূজার কারণে ঘরমুখো মানুষের চাপ বেশি। যানবাহনও বেশি। তাই
যানজটে ভোগান্তি হচ্ছে। আমরা যানজট প্রবণ এলাকায় মাইকিং করছি। অলটারনেটিভ
হিসেবে যেন কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়ে হয়ে ঢাকা সড়ক ব্যবহার করার অনুরোধ
করছি। তাছাড়া আমরা সবাইকে বলবো ঢাকা যাওয়ার জন্য যেন সময় নিয়ে বের হয়। আমরা
জনগণের জন্যই কাজ করি। আমরা সবাইকে বলবো কাজ শেষ হওয়া পর্যন্ত একটু ধৈর্য
ধরতে।