রেস্টুরেন্ট অথবা ঘরেই জন্মদিন উদাযাপন করতে দেখা যায়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে ফ্লাইওভারে জন্মদিনের পার্টির আয়োজন সচরাচর চোখে পড়ে না। এমনই ঘটনা ঘটেছে ভারতের পূর্ব দিল্লিতে।
ফ্লাইওভারে জন্মদিনের পার্টি ও হট্টগোলের অভিযোগে ২১ জনকে আটক করেছেন ইন্দিরাপুরম পুলিশ। ঘটনাস্থল থেকে ৮টি বিলাসবহুল গাড়িও উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা মঙ্গলবার রাতে পূর্ব দিল্লির জগত পুরীরর বাসিন্দা আনশ কোহলির (২১) জন্মদিন উদযাপন করছিলেন।
পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতরা সেখানে কেট কাটার পাশাপাশি উচ্চ শব্দে গান বাজাচ্ছিলেন।
এসপি জ্ঞানেন্দ্র সিং বলেন, অভিযুক্ত এলোমেলোভাবে তাদের গাড়ি পার্কিং করে যান চলাচলে বাধা সৃষ্টি করে। রাস্তায় অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তাদের আটক করে জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: এনডিটিভি