ভোলার লালমোহনে বিষধর সাপের ছোবলে মো. তোফায়েল আহমেদ তুহিন নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের চর লেঙুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কলেজছাত্র একই এলাকার মোতাহার হোসেনের ছেলে ও ভোলা সরকারি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র। বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পেছনে বাগানের সুপারি দেখতে যান তুহিন। এ সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে ছোবল দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। এরপর পথেই মারা যান তিনি।
এ ব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এমন কোনো সংবাদ এখনো আমাদের কাছে আসেনি।