এ বছর হজে খরচ না হওয়া টাকা ফেরত পাবেন সরকারি হাজিরা। সৌদি আরবে বাড়ি ও হোটেল ভাড়ায় ব্যয় না হওয়া এই টাকা সরকারি ব্যবস্থাপনায় ফেরত দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষ করে আগামী দুই-এক সপ্তাহের মধ্যে হাজিদের টাকা দেওয়া শুরু হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, হজের ব্যয় না হওয়া ৯ কোটি ৪০ লাখ টাকা আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে হজ অফিস পরিচালকের অনুকূলে পাঠানো হয়েছে। পাশাপাশি টাকা ফেরত দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর হাজিরা জনপ্রতি ৪৭ হাজার ৭২৬ টাকা ও প্যাকেজ-২ এর হাজিরা ১০ হাজার ২৯৩ টাকা করে ফেরত পাবেন বলে জানা গেছে।
২০২২ সালে সরকারি ব্যবস্থাপনায় যাওয়া প্যাকেজভিত্তিক নিবন্ধিত হাজিদের মধ্যে এ অর্থ আর্থিক বিধি-বিধান অনুসরণ করে চেকের মাধ্যমে বিতরণ করার অনুরোধ জানায় ধর্ম মন্ত্রণালয়। তাছাড়া বিতরণ শেষে সমন্বয় প্রতিবেদন ধর্ম মন্ত্রণালয়ে পাঠানোর জন্য হজ পরিচালককে অনুরোধ করা হয়েছে।