Published : Saturday, 1 October, 2022 at 4:11 PM, Update: 01.10.2022 4:24:45 PM
ভার্চুয়াল জগতে শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাকিব খান-বুবলীর সন্তান শেহজাদ খান বীর। সেখানে ঝড়ের গতিতে বাড়ছে তার লাইক-ফলোয়ার।
বুবলীপুত্র বীরের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খোলা হয়েছে। ছেলের নামে পেজটি খুলেছে বীরের মা বুবলী। নায়িকার ভেরিফায়েড পেজে গেলেই জানা যাবে তার সত্যতা। ৪০ লাখ ৩০ হাজার ফলোয়ার থাকা বুবলীর পেজ থেকে একমাত্র ফলো করা পেজের নাম শেহজাদ খান বীর। তবে বাবা শাকিব খানের ভেরিফায়েড পেজ থেকে এখনও ছেলে বীরের পেজে ফলো করা হয়নি।
আনুষ্ঠানিকভাবে বাবা-মায়ের পেজে বীরের নাম ও ছবি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই তার পেজটি খোলা হয়েছে। এই পেজের অ্যাবাউটে লেখা রয়েছে বীরের বাবা-মায়ের নাম।
শেহজাদের পেজে মাত্র তিনটি ছবি পোস্ট করা হয়েছে, যেগুলোতে এরই মধ্যে কয়েক হাজার লাইক-কমেন্ট করেছেন নেটিজেনরা। ছবিগুলো শেয়ারও করেছেন অনেকে। ইতোমধ্যে সেই পেজটি ছয় হাজার আইডি থেকে ফলো করা হয়েছে।
এদিকে কয়েক দিনের নানান জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার বীরের ছবি ও তার বাবার নাম প্রকাশ করেন নায়িকা শবনম বুবলী। সেদিনই একই ধরনের পোস্ট দিয়ে সন্তানের স্বীকৃতি দেন বাবা শাকিব খানও।