পাকিস্তানের আরও এক ক্রিকেটার হাসপাতালে
Published : Sunday, 2 October, 2022 at 12:00 AM
ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টির আগে ভাইরাল ইনফেকশনের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেসার নাসিম শাহকে। দুদিন হাসপাতালে থেকে হোটেলে ফেরার পর জানা যায় তিনি করোনা আক্রান্ত। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
এদিকে শুক্রবার রাতে ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচ চলাকালিন ড্রেসিংরুমে অসুস্থ হয়ে পড়েন পাকিস্তানের আরেক ক্রিকেটার হায়দার আলী। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাকে দুইদিন আইসোলেশনে রাখা হবে।
ইংল্যান্ডের বিপক্ষে ষষ্ঠ ম্যাচে ১৪ বলে ১৮ রান করেন তিনি। অবশ্য ইংল্যান্ডের বিপক্ষের সিরিজে হাসছে না তার ব্যাট। প্রথম ম্যাচে তিনি ১১ রান করেন। দ্বিতীয় ম্যাচে করেন ৩ রান। তৃতীয় ম্যাচে ৪ রান। আর শুক্রবার করেন মাত্র ১৮ রান।
তবে অসুস্থতা ও ফর্মে না থাকলেও পাকিস্তান দলের সঙ্গে রোববার নিউ জিল্যান্ড সফরে যাবেন হায়দার আলী। সেখানে বাংলাদেশ ও স্বাগতিকদের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিবেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সাত ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-৩ ব্যবধানে সমতা বিরাজ করছে।