শীর্ষস্থান ধরে রাখল আর্সেনাল
Published : Sunday, 2 October, 2022 at 12:00 AM
প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ছন্দে আছে আর্সেনাল। জয়ের ধারায় এবার ১০ জনের টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে আর্সেনাল। ম্যাচ শুরুর ২০ মিনিটের মাথায় লিড নেয় মাইকেল আর্তেতার দল।বক্সের ঠিক বাইরে থেকে ইংলিশ ফুটবলার বেন হোয়াইটের কাছ থেকে বল পান টমাস পার্টে। দূরপাল্লার দারুণ শটে বল জালে জড়ালে ১-০তে লিড নেয় আর্সেলান।
তবে বেশি সময় লিড ধরে রাখতে পারেনি আর্সেনাল। টটেনহ্যামের ফরোয়ার্ড রিচার্লিসন কাউন্টার অ্যাটাকে গেলে তাকে ফেলে দেন আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল। সেই মুহূর্তে পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি রেফারি।
পেনাল্টি পেয়ে সেই সুযোগটি কাজে লাগান স্পার্সের স্ট্রাইকার হ্যারি কেইন। ৩১তম মিনিটে তার গোলে সমতায় ফিরে কন্তের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে নামা আর্সেনাল দ্বিতীয় গোলের দেখা পেয়ে যায় ৪৯তম মিনিটে। ব্রাজিলীয় ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসের দারুণ শটে আবারও এগিয়ে যায় আর্সেনাল।
৬২তম মিনিটে বড় ধাক্কা খায় টটেনহ্যাম। এমারসন রয়্যাল স্বদেশি গ্যাব্রিয়েল মার্টিনেলিকে গোড়ালির ওপর চার্জ করেন, রেফারি দেখান লাল কার্ড। রয়্যাল মাঠ ছাড়ায় দশ জনের দল হয় টটেনহ্যাম।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আন্তোনিও কন্তের দল। আরও একটি গোল হজম করতে হয়েছে তাদের। মার্টিনেলির পাস থেকে বাঁ পায়ের মাপা শটে গোল পান অধিনায়ক গ্রানিট জাকা। এতে করে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।
৮ ম্যাচে তাদের পয়েন্ট ২১, সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে তিনে।