ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ঢাকায় বালতির পানিতে পড়ে প্রাণ গেল শিশুর
Published : Sunday, 2 October, 2022 at 12:00 AM
ঢাকার যাত্রাবাড়ীতে বাসার বালতিতে পড়ে তিন বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে কাজলা এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
মৃতের নাম আব্দুর রহমান।
তার বাবা শাকিব জানান, বাসায় তিনি ও তার স্ত্রী ফাতেমা যখন অন্য কাজে ব্যস্ত ছিলেন, তখন এক ফাঁকে শিশুটি বাথরুমে চলে যায়। বালতিতে পানি ছিল। শিশুটি বালতির ভেতর উপুড় হয়ে পড়ে যায়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।